পঁচিশ কোটি টাকার শাড়ি ফেলে পালালো চোরাকারবারিরা

1533

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি রেখে পালিয়েছে চোরাকারবারিরা। জব্দকৃত এসব শাড়ির মূল্য আনুমানিক ২৫ কোটি ৫০ লাখ টাকা।

মঙ্গলবার কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য জানান।

তিনি জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে কোস্ট গার্ড বাহিনীর পশ্চিম জোন। গত রোববার ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস টহল দল হারবারিয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই অভিযানে নন্দবালা খালসংলগ্ন এলাকায় এমভি মারিয়া নামক বাল্কহেড থেকে এসব পণ্য আটক করা হয়। 

তিনি বলেন, অভিযানের সময় কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দল দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে চোরাকারবারিরা অবৈধ শাড়ি বোঝাইকৃত বাল্কহেডটি ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, পরে ওই বাল্কহেড থেকে ২৪ হাজার ৪৯৫ পিস বিদেশি শাড়ি, ৩১ পিস লেহেঙ্গা, ১১৯ পিস ফ্রক এবং ৭৬ পিস প্লাজো জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত পণ্যগুলো মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।