টাইগারদের এখনও সেমিফাইনালে খেলার ‍সুযোগ আছে?

1681

টাইগারদের এখনও সেমিফাইনালে খেলার ‍সুযোগ আছে?ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয়ে বড় ক্ষতি হয়ে গেছে এশিয়ার তিন দেশ শ্রীলংকা, পাকিস্তান ও বাংলাদেশের। বিরাট কোহলিদের পরাজয়ে শ্রীলংকার বিদায় নিশ্চিত হয়ে গেছে। বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা। পরের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে জয় পেলেও তেমন কোনো লাভ নেই ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন লংকাদনের।

শুধু শ্রীলংকাই নয়! ইংল্যান্ডের বিপক্ষে রোববার ৩৩৮ রানের টার্গেট তাড়া করে ভারতের ৩১ রানের পরাজয়ে সমীকরণ আরও কঠিন হয়ে গেল বাংলাদেশ ও পাকিস্তানের।

রোববার ভারতের বিপক্ষে ইংল্যান্ড যদি হেরে যেত একই ভাবে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও পরাজিত হতো। আর বাংলাদেশ যদি নিজেদের পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে নাটকীয়ভাবে জয় লাভ করে তাহলে ইংলিশদের হটিয়ে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সেমিতে চলে যেত টাইগাররা।

তবে টাইগারদের সেমিতে খেলার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। ইংল্যান্ড যদি পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায়। তখন ইংলিশদের পয়েন্ট সেই ১০-ই থাকবে। অন্যদিকে বাংলাদেশ যদি পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে নাটকীয়ভাবে জিতে যায় তাহলে ইংল্যান্ডকে পেছনে ফেলে ১১ পয়েন্ট নিয়ে সেমিতে চলে যাবে টাইগাররা।

একই সমীকরণ পাকিস্তানের সামনেও। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের পরাজয়ের আশায় বসে আছে।

সুত্র – নতুন সময়