জুতা নিয়ে বাকবিতণ্ডা, সহপাঠীকে পিটিয়ে হত্যা

1427

সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সহপাঠীদের হামালায় তানভির হোসেন তুহিন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত তুহিন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার বিষয়ে শিক্ষার্থী ছিলেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা বলেন, আমি ঢাকায় ছিলাম। সকালে দুই ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা থেকে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। হামলার খবর পেয়ে শিক্ষকরা আহত ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, তুহিনের জুতা নিয়ে একই প্রতিষ্ঠানের কামরানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে কামরানের সঙ্গে থাকা কয়েক শিক্ষার্থী কাঠের টুকরো নিয়ে তুহিনের ওপর হামলা চালায়। এরপর তুহিনকে উদ্ধার করে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সন্ধ্যায় ঢাকার ভৈরবের কাছে পৌঁছালে তুহিন মারা যান।