উস্কানিমূলক ভিডিও, নীতিমালা ভঙ্গের অভিযোগে ইউটিউব থেকেও নিষিদ্ধ হলেন ট্রাম্প

1030

 গুগল পরিচালিত ইউটিউব তাদের বার্তায় জানিয়েছে, নীতিমালা ভঙ্গের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল নূন্যতম সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য এই চ্যানেলের কোনও কনটেন্টে কমেন্ট করার বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফ্রান্স ২৪ইউটিউবের এক মুখপাত্র বিবৃতিতে জানান, আমরা খতিয়ে দেখেছি ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টের একটি বিশেষ ভিডিও প্র্ররোচনামূলক। ভিডিওটি সরিয়ে নেয়া হয়েছে ও নীতিভঙ্গের কারণে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী আপাতত সাতদিন নতুন ভিডিও আপলোড বা লাইভস্ট্রিম করা যাবে না। সাতদিন পর আমরা আবার বিষয়টি পর্যালোচনা করবো।  ট্রাম্পের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৮ লাখ। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ট্রাম্পের কয়েকটি ভিডিওতে প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়মের ভুয়া অভিযোগ আনা হয়েছিল।